বসন্তে বৈপরিত্ব

বসন্ত দিনের অপেক্ষায় ভালোবাসাবাসি মানুষগুলো,
মনুষ্য শরীর মনের আগুনের বিপরীত পাশে
একটা প্রজাতি বিদায় বেলার কান্নায় ভেজা…
ঝরাপাতা বৃক্ষের রাজ্যে ঢুকেছিলাম আজ
কান্নার শব্দে কানের অন্তপর্দা আর হৃদয় চরমভাবে ভঙ্গুর
শাল গজারির প্রতিটি পাতা ছিড়ে যাবার সময়ে অবতীর্ণ প্রায়
খুব করে চাইছে তারা তার মায়ের সারা শরীর জুড়ে আবৃত হয়ে থাকবে
শরীরের সমস্ত শক্তি দিয়ে, বৃক্ষের পানি উত্তোলনের প্রতিটি শিরা দিয়ে
আর শেকরের থেকে পাতার নাভীমূল পর্যন্ত মায়া দিয়ে তারা চাইছে
মায়ের শরীরকে জাপটে ধরে রাখতে…
প্রকৃতি যে বড়ই নির্মম
সময় হয়ে গেছে বন্ধন ছিন্ন করে মাটির সাথে মিশে যাওয়ার
ওদিকে মায়েরও আর্তচিতকার কম নয়
সেও চাইছে পুরোনো পাতাগুলোকেই নিজের করে রাখতে
একেকটি পাতা একেকটি নাভীমূলের টান কোন বৃক্ষের
যখন বনের ভিতর রাস্তা দিয়ে হাঁটছিলাম
তখন মনে বসন্ত আগমনের চরম আকুতি…
আমরা যখন বাতাসের উল্লাস দেখে ভাবি
বাতাসে পাতারা হয়ত আলাদা স্বাদ পাচ্ছে
অথবা কেউ কেউ মিলনের সময় গুনছে
তখন কি বিপরীত দুঃখ, ক্লান্তি, কান্না আর নুয়ে পড়া…!
থমকে দাঁড়িয়ে যখন চিন্তায় মগ্ন হলাম
তখনই অনুভব হাহাকারের !
একে একে কান্নার শব্দে ভারী হতে শুরু করলো মন
প্রস্তুতি মূলক দুঃখভরা একেকটি পাতা পড়ছে
আর যেন কান্নায় ভারী হচ্ছে বনের আকাশ…
কে বুঝিবে অদৃশ্য কান্না, কেইবা এই দুঃখের ভার নিতে চাইবে
নিজের সুখ আর বসন্তের আগমনীতে যখন সঙ্গীত আর এক কাপ চা সঙ্গী
তখন বৃক্ষগুলো সন্তানসম পাতা হারানোর কষ্টে বিভোর !
বৈপরিত্ব এমন সুখ দুঃখ দেখার মানুষই বা কজন
বৈপরিত্ব এমন আচরণ ক্ষয়ে যাওয়া হৃদয়েরই ক্ষরণ ….

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-০১-২০১৯ | ০:১৭ |

    কে বুঝিবে অদৃশ্য কান্না, কেইবা এই দুঃখের ভার নিতে চাইবে নিজের সুখ আর বসন্তের আগমনীতে যখন সঙ্গীত আর এক কাপ চা সঙ্গী তখন বৃক্ষগুলো সন্তানসম পাতা হারানোর কষ্টে বিভোর !

    আসাধারণ প্রকাশ কবি। ভীষণ পছন্দ হলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

    GD Star Rating
    loading...
  2. বাসু দেব : ১৮-০১-২০১৯ | ০:২৪ |

    চালিয়ে যান।

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৯-০১-২০১৯ | ১১:০০ |

    চমৎকার প্রকাশ ! লেখককে ধন্যবাদ সহ শুভেচ্ছা ।

    GD Star Rating
    loading...
  4. নূর ইমাম শেখ বাবু : ১৯-০১-২০১৯ | ২১:০৮ |

    দারুণ লেখা। অনেক ধন্যবাদ।

    GD Star Rating
    loading...